ঢাকা (দুপুর ১:৩৩) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুর সুরেশ্বর দরবার শরীফে ঈদ উদযাপন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার সকাল ১০:৪২, ১০ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে, পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হয়েছে।

গতকাল শনিবার (৯ জুলাই) দরবার শরীফে এ সকাল সাড়ে ৬টায় ঈদের প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন সৈয়দ শাহ্ নূরে আফতাব (বাবা পারভেজ নূরী) বলেন, সুরেশ্বর দরবার শরীফে ঈদ-উল আযহা উদযাপন ও ঈদের দুটি জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ঈদের নামাজ পড়ান মোহাম্মদ সেকান্দর আলী ও দ্বিতীয় জামাতে নামাজ পড়ান মাওলানা ইব্রাহিম।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফ অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোজা রাখে এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উদযাপন করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT