ঢাকা (ভোর ৫:১১) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

গৌরীপুর মহিলা কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তানজীন চৌধুরী

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার দুপুর ০২:৫২, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন কমিটিতে সভাপতি পদে তানজিন চৌধুরী লিলি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে এডভোকেট আব্দুস সোবহান সুলতান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়েছেন।

 

শনিবার গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে চিঠি পেয়েছি।

 

এর আগে গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হলো।

 

কমিটিতে পদাধিকারবলে অধ্যক্ষ সদস্য সচিব থাকবে। এছাড়াও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে ১ জন সদস্য ও প্রতিষ্ঠাতা/দাতা ও হিতৈষীদের মধ্য থেকে ১ জন সদস্য সভাপতি কর্তৃক মনোনীত হবে।

 

উল্লেখ্য যে, তানজীন চৌধুরী লিলি গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ মহল্লার মুক্তার উদ্দিন চৌধুরী ও মরিয়ম আক্তার দম্পত্তির সন্তান। দুই বোন-দুই ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তিনি ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন। ১৯৯৮ সালে গৌরীপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ২০০৪ সালে বি.এস.এস অনার্স (সম্মান) এবং ২০০৫ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এম.এস.এস (স্নাতকোত্তর) পাস করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড প্রথম বিভাগে ৫ম স্থান অধিকার করেছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT