ঢাকা (রাত ৩:২৯) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার বিকেল ০৫:৪৬, ৮ মার্চ, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদকে গৌরীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ম.নূরুল ইসলাম, কমল সরকার, এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি আলী হায়দার রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, সদস্য সুপ্রিয় ধর বাচ্চু, কাজী আব্দুল্লাহ আল আমীন, মোঃ ফারুক আহম্মেদ প্রমুখ।

এ সময় সাংবাদিকরা এই উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও সমাধানের প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় ইউএনও মোঃ শাকিল আহমেদ দায়িত্বপালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদস্য হুমায়ুন কবীর, সাজ্জাতুল ইসলাম, ওবায়দুর রহমান ও আরিফ আহমেদ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT