ঢাকা (বিকাল ৪:৪৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুর পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ১১:৪৭, ১৫ আগস্ট, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে; ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার সকাল ১১টায়, পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে; স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

দুপুর ১২টায় পৌর মিলনায়তনে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন; পৌর নির্বাহী কর্মকর্তা মীর মোশাররফ হোসেন, প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার চৌধুরী মিতু, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

আলোচনা শেষে ১৫ই আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্ব দাপুনিয়া শাহী মসজিদের ইমাম গাজী মাওলানা হুজাইফা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT