গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে তালগাছের বীজ রোপন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার সন্ধ্যা ০৭:১৪, ১২ অক্টোবর, ২০২০
ময়মনসিংহের গৌরীপুরের একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয় গৌরীপুর রাজেন্দ্রকিশোর (আর,কে) উচ্চ বিদ্যালয়ে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় তালগাছের বীজ রোপন করা হয়।
তালগাছ বজ্রপাতসহ বিভিন্ন ধরণের প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করার পাশাপাশি সৌন্দর্য্যবর্ধনেও যথেষ্ট সহায়ক।
ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক মিজানুর রহমানের পরামর্শে বিদ্যালয় অঙ্গনে ঐতিহাসিক অনন্ত সাগরের (সাগর দীঘি) পাড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লুৎফা খাতুনের নেতৃত্বে তালগাছের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান কবির, জাহিদ হাসান, আব্দুল মালেক, ন্যাশনাল সার্ভিসের সংযুক্ত সাবেক শিক্ষক আনিমেল হাকিম মুন্সি সাকিব, সাংবাদিক আরিফ আহাম্মেদ প্রমুখ।
উদ্বোধন শেষে বিদ্যালয়ের স্কাউট সদস্যরা শতাধিক তালবীজ সাগর দীঘির চারদিকে রোপন করেন।