ঢাকা (রাত ৩:০২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গোলাপগঞ্জে ২০বছরের তরুনীর করোনা সনাক্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৮:১৭, ৪ মে, ২০২০

ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে এবার ২০ বছরের এক তরুণীর করোনা ধরা পড়েছে। সে উপজেলা লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের তরুণী (২০)। ওই তরুণীর করোনা ধরা পড়ার পর থেকে গোলাপগঞ্জ উপজেলাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। সোমবার (৪ মে) গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সেই তরুণী কিছুদিন থেকে জ্বর কাশিতে ভুগছিলেন। তাকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হলে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রোবাবার রাতে করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে, খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনেস্বর চৌধুরীর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল পুলিশের সহায়তায় বাড়ির অন্যদের নমুনা সংগ্রহ করতে তার বাড়িতে অবস্থান করছেন। বাড়ির অন্যদের নমুনা সংগ্রহ এবং বাড়ি লকডাউন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT