কোয়ারেন্টান ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে খানসামায় সচেতনতামূলক সভা
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ০৯:৩৩, ৩ জুন, ২০২০
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ ও ব্যক্তিগত সুরক্ষার জন্য কোয়ারেন্টান ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দিনাজপুরের খানসামায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুন বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা, ইউপি সচিব, হিসাব-সহকারী, গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের সাথে বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে সভা করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম ও অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন। ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে অন্য এলাকা থেকে খানসামা উপজেলায় আগতদের কোয়ারেন্টান ও সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,পুলিশ, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করতেছি এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে।