কেমন গেলো লকডাউনের ১১তম দিন
ডেক্স রিপোর্ট সোমবার রাত ০১:৫৩, ১২ জুলাই, ২০২১
কঠোর লকডাউনের ১১তম দিনে রাজধানীতে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আটটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এদিন সরকার আরোপিত বিধি-নিষেধ না মানায় ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ডিএমপির ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়িকে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা জরুরি প্রয়োজন ছাড়াই রাস্তায় বের হয়েছিলেন।
লকডাউন কার্যকর করতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এর পাশাপাশি টহল ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত আছে।