ঢাকা (সন্ধ্যা ৭:০৯) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কু‌ড়িগ্রা‌মে বিভিন্ন ছাত্রাবাসে পুলিশের অভিযানে ছাত্র শি‌বি‌রের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:১৩, ৪ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার (৪ মার্চ) ভোরে তাদের আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সাংগঠনিক বই ও নথি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে আর বাকি সবাই কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বলে জানায় পুলিশ।বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ সময় তিনি জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে সাংগঠনিক বই, নথি, সদস্য ফরম, রশিদসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT