কুয়েতে মেঘনা প্রবাসীদের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক শুক্রবার রাত ০৮:১৯, ১২ অক্টোবর, ২০১৮
নিজস্ব প্রতিবেদক, মেঘনা নিউজঃ অত্যন্ত সুন্দরভাবে মেঘনা কুয়েত প্রবাসীদের নিয়ে পূর্ব ঘোষিত ১২ অক্টোবরের মেঘনা কুয়েত প্রবাসীদের মিলন মেলার আয়োজন অনুষ্ঠিত। অনুষ্ঠানে উপস্থিত থাকা মেঘনা থেকে আসা প্রায় শতাধিক প্রবাসীদের নিয়ে দুপুরে সবাই একসাথে খাওয়া-দাওয়া ও বিকেলে ক্রিকেট, ফুটবল ও হা-ডু-ডু (কা’বা ডি) খেলার পর সন্ধ্যায় সমুদ্রের আনন্দ গোসল করার মধ্য দিয়ে মেঘনা থেকে আসা কুয়েত প্রবাসীদের নিয়ে সকলের ঐক্য মতের মাধ্যমে গঠিত হলো একটি সমাজ কল্যাণ মূলক সংগঠন যার নামকরণ করায় হয়েছে “মেঘনা কুয়েত প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ”।
যার উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের মোহাম্মদ সজিব হোসেন।
এছাড়াও নবগঠিত কমিটিতে যারা রয়েছেন তাদের পরিচয় পদবীসহ প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ
আঃ খালেক মাষ্টার, লুটেরচর, মেঘনা, কুমিল্লা।
উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দঃ
১। কবির হোসেন, হিজুলতুলী করিমাবাদ, মেঘনা, কুমিল্লা।
২। আমান সিকদার, সোনাকান্দা, মেঘনা, কুমিল্লা।
৩। শাহ আলম গাজী, সাতঘড়িয়ারকান্দী, মেঘনা, কুমিল্লা।
৪। মাসুদ রানা, হরিপুর, মেঘনা, কুমিল্লা।
৫। শাহীন মিয়া, খেশেরগাঁও, মেঘনা, কুমিল্লা।
৬। আঃ আউয়াল মিয়া, মির্জানগর, মেঘনা, কুমিল্লা।
৭। সোহাগ ইব্রাহীম, সোনারচর, মেঘনা, কুমিল্লা।
৮। ফারুক সিদ্দিক, মুগারচর, মেঘনা, কুমিল্লা।
৯। সাহাব উদ্দিন, ব্রাক্ষ্ম্নচর নোয়াগাও, মেঘনা, কুমিল্লা।
১০। নাসির মিয়া, ভাওরখোলা, মেঘনা, কুমিল্লা।
সভাপতিঃ শফিউল্লাহ প্রধান, মির্জানগর, মেঘনা, কুমিল্লা।
সিঃ সহ-সভাপতিঃ জসিম (ইফতি), রামনগর ছয়ানি, মেঘনা, কুমিল্লা।
সহ-সভাপতিঃ রাসেল আব্বাসী, ভাওরখোলা, মেঘনা, কুমিল্লা।
সাধারণ সম্পাদকঃ মোকাররম বিন মোহাম্মদ, ব্রাক্ষনচর নোয়াগাঁও, মেঘনা, কুমিল্লা।
যুগ্ম সম্পাদকঃ মোহাম্মদ ইকবাল, হাসনাবাদ, মেঘনা, কুমিল্লা।
সহঃ যুগ্ম সম্পাদকঃ রাসেল, পারারবন্দ, মেঘনা, কুমিল্লা।
সাংগঠনিক সম্পাদকঃ শেখ আলম, রাধানগর, মেঘনা, কুমিল্লা।
সহ-সাংগঠনিক সম্পাদকঃ শান্ত বিন নুরুল, বড় নোয়াগাঁও, মেঘনা, কুমিল্লা।
প্রচার সম্পাদকঃ আরিফুল ইসলাম, সোনাকান্দা, মেঘনা, কুমিল্লা।
সহ-প্রচার সম্পাদকঃ দিদার আহমেদ, সোনারচর, মেঘনা, কুমিল্লা।
দফতর সম্পাদকঃ সুজন ঢালী, ধর্মপুর ওমরাকান্দা, মেঘনা, কুমিল্লা।
সমাজ কল্যাণ সম্পাদকঃ রাসেল, রামনগর ছয়ানি, মেঘনা, কুমিল্লা।
শিক্ষা ও পাঠচক্র সম্পাদকঃ দিদার প্রধান, মির্জানগর, মেঘনা, কুমিল্লা।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ সোহান, সোনারচর নোয়াগাঁও, মেঘনা, কুমিল্লা।