কুড়িগ্রামে চাইল্ড হেল্পলাইন-১০৯৮ শীর্ষক সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০৯:১৮, ৯ জানুয়ারী, ২০২০
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ‘শিশু সুরক্ষার লক্ষ্যে শিশুর সহায়তায় ফোন’ এই লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে চাইল্ড হেল্পলাইন-১০৯৮ শীর্ষক সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন।
এসময় বক্তব্য রাখেন ইউনিসেফ রাজশাহী-রংপুর অঞ্চলের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, জেলা সমাজসেবা অফিসার রোকনুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম প্রমুখ।
শিশু সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন থেকে নির্যাতিত শিশুদের সহায়তায় কলসেন্টারে প্রবেশন অফিসার শিশুর সেবার জন্য ফোন গ্রহন করবে। শিশুর সেবা নিশ্চিতকরবে। ঝুকিপূর্ণ হলে উদ্ধার করবে। জরুরী পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবে। কোর্টের মাধ্যমে শিশুকে আইনি সহায়তা প্রদান করবে এবং ফলোআপের মাধ্যমে সর্বশেষ খবরাখবর জানবে।