ঢাকা (রাত ৮:৫৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম নাগেশ্বরীতে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:৩১, ৭ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন রামখানা ইউনিয়ন সভাপতি এসএম এরশাদুল হক ও সহ-সভাপতি শফিকুল ইসলাম। গত শুক্রবার(০৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ফজলুল করিম সাজু ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান।তারা জানান, সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী, নৈতিক স্খলন জনিত কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার  (৫ মার্চ) রাতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে বহিষ্কৃত ওই দুই নেতাকে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT