ঢাকা (সন্ধ্যা ৬:২৬) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস-২০২০ পালিত

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock বৃহস্পতিবার রাত ০১:০১, ১৭ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া জেলা প্রশাসন এর উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস-২০২০ পালিত হয়েছে।

তোপধ্বনির পরবর্তীতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আনসার ভিডিপি এর সদস্যবৃন্দ, কুষ্টিয়া লেডিস ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অতঃপর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

অতঃপর কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন কর্মকর্তাদের সাথে নিয়ে মজমপুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ম্যুরালে, কুষ্টিয়া সরকারী কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে এবং পৌর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন ।

অতঃপর কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পর্যায়ক্রমে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কারারক্ষী কর্তৃক কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরিশেষে বীর মুক্তিযোদ্ধাগণকে উত্তরীয় পরিধান এবং সম্মাননা প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT