ঢাকা (রাত ১১:৪৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কিশোরগঞ্জে দুই বছর বয়সী শিশুসহ একই পরিবারের মোট চারজন করোনা শনাক্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার সকাল ১১:২৬, ২ জুন, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুই বছর চার মাস বয়সী এক শিশুসহ একই পরিবারে মোট চারজনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১ জুন) বিকালে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এই তথ্য পাওয়া যায়। পরিবারটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের সহিলাটি গ্রামের। করোনা শনাক্ত হওয়া চারজনের মধ্যে ৩৪ বছর বয়সী যুবক, তার স্ত্রী, দুই বছর চার মাস বয়সী শিশুপুত্র এবং ৬৪ বছর বয়সী পিতা রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ২২ জনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। এই ২২ জনের মধ্যে ৪ জন জেলার তাড়াইল উপজেলার এবং একই পরিবারের। রোববার (৩১ মে) পর্যন্ত তাড়াইল উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩৭ জন। নতুন করে আরো চারজনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ৪১জনের মধ্যে ২৮জন ইতোমধ্যে করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। বাকি ১৩ জন হাসপাতাল ও বাসায় আইসোলেশনে রয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT