করোনার চাদরে মোড়া আরও একটি ঈদ
ডেক্স রিপোর্ট শুক্রবার রাত ১১:০৫, ১৪ মে, ২০২১
বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে আজ। আবারও দেশের মানুষ করোনাভাইরাস সাথে লড়তে-লড়তেই উদযাপন করছে পবিত্র ঈদ।
শুক্রবার (১৪ মে) সারাদেশের মানুষ ঈদের জামাত আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মানুষ ঈদুল ফিতর পালন করছে করোনাভাইরাস মহামারি আর লকডাউনের বিধি নিষেধের মধ্যে।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের ৫ টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৭ টায়। এর পরবর্তী জামাতগুলো যথাক্রমে সকাল ৮ট, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী দেশের সকলকে ঈদ উদযাপনের মাঝে হাত ধোয়া, মাস্ক পড়াসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী সকলকে নিজ জায়গায় অবস্থান করে ঈদ পালনের অনুরোধ করেন। কিন্তু ইতিমধ্যেই হাজার-হাজার মানুষ ঢাকা ছেড়ে গেছে নাড়ির টানের গ্রামের বাড়িতে। যদিও সারাদেশে আন্তঃজেলা বাস চলাচলে চলছে নিষেধাজ্ঞা।
সাধারণত বাংলাদেশে খোলা জায়গায় বা ঈদগাহ মাঠে ঈদের জামাত হওয়ার প্রচলন থাকলেও, করোনার সাথে সাথে চিরাচরিত প্রথাতেও পরিবর্তন আনতে হয়েছে। এখন শুধুমাত্র মসজিদেই ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে অনেক জায়গাতেই স্বাস্থ্যবিধি মানতে নারাজ সাধারণ মানুষ।