ঢাকা (রাত ১১:৫০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোহাম্মদ আলী

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ১০:০৪, ৩০ এপ্রিল, ২০২০

মো. শাকিল হোসেন শওকত নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোহাম্মদ আলী (২২) করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল ২৯ এপ্রিল বিকেলে মোহাম্মদ আলী( ২২) বাড়ি ফিরেন। তার সাথে কথা বলে যায়, তিনি বর্তমানে সুস্থ আছেন। হাসপাতাল থেকে তাকে সুস্থ থাকার জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে। ঘরে থাকার কথাও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকালে উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান একে এম. কামরুজ্জামান মনি তাদের বাড়িতে উপস্থিত হয়ে, একটি গণ বিজ্ঞপ্তি প্রচার করেন। এতে বলা হয় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নির্দেশ ক্রমে ৩০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছিল তা এখন সিথিল করা হলো। তবে বিনা প্রয়োজনে কেউ যেন ঘরের বাহিরে না যায়, সে নির্দেশনাও দেয়া হয়। উল্লেখ্য, আইইডিসিআর এ মোহাম্মদ আলীর নমুনা পরিক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ফলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজেব প্রেরণ করা হয়েছিল। সে গতকাল সুস্থ হয়ে বাড়িতে এসেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া, পলাশ ও সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT