ঢাকা (রাত ১২:৪৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উলিপুর প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:৪৫, ৮ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে উলিপুর প্রেস ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। বুধবার(৮ জানুয়ারি)  সকালে কর্মসূচির উদ্বোধন করেন,২৭- কুড়িগ্রাম ৩ আসনের  সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি। কর্মসূচির শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন, সংগঠনের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান  আবু সাঈদ সরকার,  সাধারণ সম্পাদক সহকারী অধ্যাগ জাহাঙ্গীর আলম সরদার।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অধ্যাপক এম এ মতিন এমপি, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মজিদ হাড়িসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচী অনুসারে সন্ধ্যায় সংগঠনের সভাপতি আবু সাঈদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  অধ্যাপক এম এ মতিন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা  আব্দুল কাদের,উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য,সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে আলোকসজ্জা ও আতশবাজি, গুণীজন সম্মাননা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT