উলিপুরে জুতা পায়ে শহীদ বেদীতে উঠে অধ্যক্ষের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৮:১৬, ১৬ ডিসেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবু তাহের সহ সহকর্মীরা কলেজের শহীদ মিনারে জুতা পায়ে শহীদ বেদীতে উঠে বিজয় দিবসের পুষ্পার্ঘ অর্পন করেন.
জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে অধ্যক্ষ কলেজ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে যান। এ সময় শহীদ মিনারে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে ফটোশেসন করতেও দেখা যায় তাকে। তবে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ছবিটা তার নয় বলে দাবি করেন।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা জানান, জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ওঠার ছবিটা আমার নজরে এসেছে। বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, এ ধরনের কাজ অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতাবিরোধী মনোভাব নিয়েই কাজটি তিনি করেছেন।
উল্লেখ্য,জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষর ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।