ঢাকা (রাত ৩:০৪) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসা আগুনে পুড়ে ছাই

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার বিকেল ০৫:৪৯, ৮ মার্চ, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার পৌর শহরের ইসলামাবাদ মহল্লার নিজ বাসায় সকাল সাড়ে ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। আগুনে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিলো না। আগুনের সূত্রপাত জানতে না পারলেও বাসার সিলিং বাঁশ-বেতের হওয়ায় দ্রুত আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। আগুনে বাসার তিনটি কক্ষ, একটি রান্নাঘর, ঘরের আসবাবপত্র, শর্টগানের লাইসেন্স, কাপড়-চোপড়, চালের কাঠ-টিনসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, সকাল সাড়ে ১১টার সময় বাসায় কেউ ছিল না। এই সময়ে আগুন লাগে এবং দ্রুত পুরো বাসায় ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

গৌরীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মোঃ শাহজাদা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT