উদ্বোধন হলো পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
মেঘনা নিউজ ডেস্ক শনিবার বিকেল ০৫:০৮, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন এ দেশ তোমরা পরিচালনা করবে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৮০ লক্ষ ঠাকুরগাঁও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য চারতলা একাডেমিক ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। ভবনটি নির্মাণ হলে অসংখ্য শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।