ঢাকা (সকাল ৭:০০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির নির্দেশনা প্রদান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০২, ৭ জুলাই, ২০২২

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ঢাকা মহানগরীর সব বিপণিবিতান, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তির টাকা লেনদেন ও পরিবহণে মানি এস্কর্ট ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি সব লঞ্চ ও বাস টার্মিনালকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। ঈদকে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে নানা নির্দেশনাও দিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈদুল আজহার ছুটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় নির্দেশনা দেওয়া হয়।

নিরাপত্তাজনিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বলা হয়, নিজস্ব প্রতিষ্ঠান/আবাসন/অ্যাপার্টমেন্ট/বিপণিবিতানগুলোতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে ওই সিকিউরিটি গার্ডের ডিউটি তদারকির জন্য মার্কেট মালিক সমিতি বা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনকে তদারকি কমিটি করে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করতে হবে।

দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের ব্যক্তিগত প্রাক-পরিচিতি পুলিশের মাধ্যমে যাচাই করার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

নির্দেশনায় প্রতিষ্ঠান, বিপণিবিতান অথবা আবাসনকে সিসি ক্যামেরার আওতায় আনার কথা বলা হয়েছে। ভিডিও হার্ড ডিস্কে ঠিকমতো রেকর্ড হচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে, একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্বরত গার্ড এবং প্রতিষ্ঠানের কাছে নিকটস্থ থানা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল এবং ল্যান্ড ফোনের নম্বর রাখার কথা বলা হয়েছে।

যে কোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটনের আশঙ্কা তৈরি হলে দ্রুত তা পুলিশকে জানানোর কথা বলা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT