ঢাকা (সকাল ৯:৫৬) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত Meghna News যুবলীগ নেতার নেতৃত্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে যখম Meghna News চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ আটক-১

ঈদে নিরাপদ ভ্রমণে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার দুপুর ০৩:৫১, ৮ এপ্রিল, ২০২৪

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ককে বলা হয় দেশের লাইফলাইন। এই সড়কের ১৫ কিলোমিটার অংশ দাউদকান্দি উপজেলার আওতায়। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ঈদকে ঘিরে নানা অপতৎপরতা ডাকাতি ও চুরি ছিনতাই বেড়ে যায়।

এসব পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি এবার মাঠে নেমেছেন উপজেলা প্রশাসনের আওতাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

এমনচিত্র চোখে পড়েছে মহাসড়কের এলাকাজুড়ে। এতে সাধারণ যাত্রী, দূরপাল্লার যাত্রীবাহী বাসের চালকদের মধ্যে একধরনের স্বস্তির নিশ্বাস লক্ষণীয়।

 

সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার মহাসড়ক এলাকার গৌরীপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান দায়িত্বপালনে সচেষ্ট। দুর্ঘটনা এড়াতে তিনি পথচারীদেরকে ফুটওভার ব্রিজ ব্যবাহরের পাশাপাশি বিভিন্ন পজেটিভ বার্তা দিচ্ছেন।

পাশাপাশি দূরপাল্লার পরিবহন চালকদের নির্দিষ্ট গতিসীমায় গাড়ি চালানার দিকনির্দেশনা দিচ্ছেন। চট্টগ্রামের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনের এক মধ্যবয়সী যাত্রী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রসংশা করে বলেন, আমার কাছে মনে হচ্ছে এবারের ঈদযাত্রা আগের তুলনায় খুব নিরাপদ ও যানজটমুক্ত । ”

এসময় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলামকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সহযোগিতা করতে দেখা গেছে।

 

এবিষয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান,” মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নির্দেশে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ১৫ কিলোমিটার অংশে আমরা নাড়ির টানে ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে দায়িত্ব পালন করছি। মহাসড়কে যানজট ও যত্রতত্রে গাড়ি পার্কিং রোধে আমরা প্রাথমিকভাবে সতর্ক করেছি।

এতে আইন অমান্যকারীকে জেল-জরিমানার আওতায়ও আনা হচ্ছে। আমরা চাই ঈদে ঘরমুখো মানুষের সুন্দর গমন হোক। ঈদের আগমুহূর্ত পর্যন্ত মহাসড়কে যানচলাচল ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আমরা সতর্ক অবস্থানে থাকবো। ”

 

দাউদকান্দি হাইওয়ে পুলিশ কমিউনিংয়ের সভাপতি শ্রমিক নেতা রকীব উদ্দীন রকীব বলেন, ” ঈদুল ফিতর উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ খুব শক্ত অবস্থানে আছে। আগের তুলনায় এবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিরাপত্তার বিষয় আমার কাছে খুব শক্ত মনে হচ্ছে।সাধারণ মানুষের ঈদযাত্রা উপলক্ষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অপরাধ প্রবণতা তেমন নেই বললেই চলে।”

 

 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান, ” ঈদযাত্রায় নানা অপরাধ ঠেকাতে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব্যের পাশাপাশি এবার উপজেলা র মহাসড়ক এলাকার অংশে উপজেলা প্রশাসন ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপদ যাত্রায় দায়িত্ব পালন করছে। এতে করে বিভিন্ন উপজেলার মহাসড়ক অংশে অপরাধ তৎপরতা অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি। আমরা মহাসড়কে দায়িত্বে জিরোটলারেন্স নীতিতে অটল আছি।”




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT