ঢাকা (রাত ১২:৪৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৫:০১, ১৩ মার্চ, ২০২২

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনও হতহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকারে করেনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার এই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ অ্যাখায়িত করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। ইরবিলে থাকা যুক্তরাষ্ট্রের কোনও স্থাপনা বা নাগরিক হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি।

আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীর বরাতে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মিসাইলগুলো নির্দিষ্টভাবে কোথায় পড়ে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সে থাকা মার্কিন বাহিনী অতীতে রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ইরান সমর্থিত সমস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক মাস ধরে হামলার ঘটনা অনেকটাই কমে এসেছে। এর আগে ২০২০ সালে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। এটি মূলত ইরানের কমান্ডার সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই হামলা চালায় তেহরান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT