ই-পাসপোর্ট প্রকল্পে ব্রি.জে. নুরুস ছালাম পেলেন প্রকল্প পরিচালকের দায়িত্ব
ওবায়দুর রহমান রবিবার সকাল ০৯:১০, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম। তিনি ময়মনসিংহের গৌরীপুরের বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে।
গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে তিনি এ প্রকল্পের দায়িত্বভার গ্রহণ করেন। সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে উচ্চ কারিগরি কাজের অভিজ্ঞতার অধিকারী এই কর্মকর্তা আগেও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পালন করেছেন।
গত ১১ ফেব্রুয়ারি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রকল্পটি জার্মানির ভেরিডাস-জিএমবিএইচ এর সাথে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে। জার্মানির এই কোম্পানি ৩০ লাখ ই-পাসপোর্ট বই সরবরাহ করবে।