ঢাকা (সকাল ১১:০৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আলীকদমে বৈদেশিক কর্মসংস্হানের জন্য দক্ষতা ও সচেতনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:২৬, ১০ ফেব্রুয়ারী, ২০২০

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদমে বৈদেশিক কর্মসংস্হানের জন্য দক্ষতা ও সচেতনা শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এক সময়কার দেশের প্রথম চালিকা শক্তি তৈরী পোষাক শিল্পকে পাশ কাটিয়ে দেশের বর্তমান মূল চালিকা শক্তি বৈদেশিক কর্মসংস্থান। গত কয়েক বছর ধরে তৈরী পোষাক শিল্পের কর্মকর্তারা এই খাতে ৪০ লক্ষ শ্রমিক নিয়োজিত আছে বলে দাবি করে আসছে। কিন্তু ১৯৭৬ সালের পর থেকে বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশের ১ কোটি ২০ লক্ষের অধিক লোক বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত শক্তি যোগান দিয়ে যাচ্ছে। এই ধারাকে আরো বেগবান করতে বর্তমান সরকার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি ২৮ লক্ষ কর্মসংস্থান সৃজনের ঘোষনা দেন। এই পরিকল্পনার আওতায় প্রতি বছরে গড়ে প্রতি উপজেলা থেকে ১ হাজার দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণের পরিকল্পনা রয়েছে বলেও ইশতেহারে বলা হয়। বর্তমানে বিশ্বের অনেক দেশেই দক্ষ জনশক্তির অভাবে অর্থনীতির চাকা অচল হয়ে পড়ছে। সেসব দেশ অন্য দেশ থেকে শ্রমিক নিয়ে এসে তাদের অর্থনীতিকে স্বচল করছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ১৯৭৬ সাল থেকে বিদেশে জনশক্তি রাপ্তানি শুরু করেছে বাংলাদেশ। এসব প্রবাশীরা প্রতি বছরে ১৬ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার রেমিটেন্স দেশে প্রেরণ করছে। যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ ইকবাল। তিনি আরো বলেন, বর্তমানে সারা দেশের প্রতিটি জেলায় একটি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টর রয়েছে। জরুরী ভিত্তিতে আরো ৪০টি ট্রেনিং সেন্টারসহ প্রতিটি উপজেলায় ১টি করে ট্যানিকেল ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এসব ট্রেনিং সন্টার থেকে সম্পুর্ণ বিনা মূল্যে এবং থাকা খাওয়ার সুবিধা সহ ১৪টি ট্রেডে প্রশিক্ষন ও বিভিন্ন দেশের ভাষাগত প্রশিক্ষন দিয়ে বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করে তাদেরকে বিদেশে প্রেরণ করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, বান্দরবান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভাইস প্রিন্সিপাল আসমা আক্তার, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক দীপু তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন পেশার মানুষ উপস্হিত ছিলেন। পরে এসম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT