ঢাকা (বিকাল ৩:১১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আমির আলী ও রেনু বেগম কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে দু’জন অসহায়কে গৃহ নির্মাণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১১:১০, ১৩ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় আমির আলী এন্ড রেনু বেগম কল্যাণ ফাউন্ডেশনের দানে দু জন অসহায়কে দুটি গৃহ দান ও নির্মাণের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আমির আলী এন্ড রেনু বেগম কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে বড়লেখা উপজেলার দক্ষিনভাগ (দঃ) ইউঃপিঃ সদস্য “সাহেদুল ইসলাম সুমন” এর প্রচেষ্টায় হরিপুর গ্রামের লন্ডন প্রবাসী আব্দুর রাজ্জাক ও দুবাই প্রবাসী ওয়াহিদুজ্জামান বাবুল দুই সহোদর ভাইয়ের অর্থ দ্বারা প্রতিষ্ঠিত আমির আলী ও রেনু বেগম কল্যাণ ফাউন্ডেশনের শতভাগ অর্থায়নে বুধবার দুপুর ২ঘটিকায়, উপজেলার দক্ষিন ভাগ হরিপুর গ্রামের হবিব আলী ও দক্ষিন হরিপুর গ্রামের আব্দুল আজিজ এর ২টি কক্ষ বিশিষ্ট ২টি গৃহ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনাব, এমাদুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বড়লেখা।

আরো উপস্থিত ছিলেন, জনাবঃশাহেদুল ইসলাম সুমন ইউঃপিঃসদস্য। জনাবঃমোঃফয়ছল আহমদ সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা, জনাবঃ আব্দুল্লাহ আল মাহফুজ সাবেক জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভী বাজার জেলা, জনাবঃ আংসামাদ সভাপতিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ (দঃ) ইউঃপিঃ, জনাবঃ আব্দুল আজিজ (সাবু) অর্থ সচিব আমির আলী ও রেনু বেগম কল্যাণ ফাউন্ডেশন বড়লেখা মৌলভী বাজার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT