ঢাকা (দুপুর ২:৪৩) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আমরা আ.লীগের মতো উচ্ছশৃঙ্খল হবো না -লিলি

Oplus_0

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার রাত ১১:০৩, ১৬ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগের মতো উচ্ছশৃঙ্খল হবো না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তানজিন চৌধুরী লিলি বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে ত্রাসের রাজত্ব কায়েম করছিল। দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের নেতা-কর্মীদের আওয়ামী লীগের মতো উচ্ছশৃঙ্খল হওয়া যাবে না।

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ লড়াই সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের কোন নারী নেত্রী গণতন্ত্রের জন্য এতো লড়াই-সংগ্রাম করেনি। তিনি দলকে যা দিয়েছেন তা অনুসরণ করা দরকার।

বেগম খালেদা জিয়া যেন পুরোপুরি সুস্থ হয়ে দেশবাসীর সামনে আসতে পারেন এজন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহসভাপতি সালেহা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আনার তৃপ্তি, দপ্তর সম্পাদক মার্জিয়া নূর প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT