ঢাকা (বিকাল ৪:৫৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আন্দোলনে নিহত আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহয়তায় উপজেলা পরিষদ

মোবারক হোসাইন মোবারক হোসাইন Clock বুধবার সন্ধ্যা ০৭:৫৪, ২১ আগস্ট, ২০২৪

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহত মো. আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২১আগস্ট) বেলা ১২টার দিকে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ের কক্ষে নিহত আয়াতুল্লাহর বাবা কৃষক সিরাজুল ইসলামের কাছে মধ্যনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাবদ এক লাখ টাকার চেক হস্তান্তর করেন ইউএনও অতীশ দর্শী চাকমা।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, নিহতের বড় ভাই সোহাগ মিয়া প্রমুখ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিযাকৈর উপজেলার একটি পোশাক কারখানায় মাস দেড়েকে আগে শ্রমিক পদে চাকরিতে যোগ দেন মো. আয়াতুল্লাহ (২০)।

গত ৫আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের সফিপুর আনসার একাডেমির সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণমিছিলে তিনি অংশ নিয়ে তিনি নিখোঁজ হন।

১৬আগস্ট রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কের সহায়তায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর লাশ সনাক্ত করেন তাঁর বড় ভাই সোহাগ মিয়া (৩২)। পরে ১৭ আগস্ট বিকেলে হাসপাতাল থেকে লাশ বুঝে পায় পরিবার।

ওইদিন রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উব্দাথালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর ওপর জানাজা শেষে রাত আড়াইটার দিকে নিজ গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

 

ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, ওই পরিবারটি খুবই দরিদ্র হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT