ঢাকা (রাত ১১:৪৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আত্রাইয়ে ভটভটি উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সকাল ১০:১৬, ২৯ অক্টোবর, ২০১৯

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে গোরফান (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন।
নিহত গোরফান বাগমাড়া উপজেলার বলশিং গ্রামের আব্দুল মমিনের ছেলে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজ্রপুর সিংসাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আত্রাই থানার ওসি মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গোরফান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবানীগঞ্জ এর উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি চালিয়ে যাচ্ছিলেন।
পথে উপজেলার সিংসাড়া মোড় এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি উল্টে যায়।
এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি গুরুত্বর  আহত হন। সাথে সাথে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT