ঢাকা (রাত ১:৪৩) শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুমিল্লা বিভাগের নামকরণ নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে: ড. মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শুক্রবার রাত ১০:২৯, ৩০ জানুয়ারী, ২০২৬

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, কুমিল্লা বিভাগের নামকরণ নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, কোনো তালবাহানা চলবে না। কুমিল্লা নামেই বিভাগ হবে।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলায় মালিগাঁও ইউনিয়নের বায়নগরে গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় ধানের শীষ মার্কার ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, একটি দল কুমিল্লা নামে বিভাগ নিয়ে অনেক তামাশা করেছে। নতুন করে জান্নাতের টিকেট বিক্রি করা দলের প্রধান নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা করেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, জুলাই সনদেও কুমিল্লা নামে বিভাগের কথা বলা আছে। সুতরাং বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামে বিভাগ হবে।

 

ড. মারুফ হোসেন বলেন, “কুমিল্লা বিভাগ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানকার জনগণ সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ রক্ষায় বিভ্রান্তি সৃষ্টি ও ষড়যন্ত্র করছে।”

 

তিনি আরও বলেন, জনগণ এখন সচেতন। ষড়যন্ত্র করে কুমিল্লাবাসীর অগ্রযাত্রা থামানো যাবে না। বিএনপি জনগণের অধিকার রক্ষায় সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের আরও সংগঠিত ও সজাগ থাকতে হবে।”

 

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহ আলম সরকার ও সদস্য সচিব রোমান খন্দকার এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মোশারফ হাজারী প্রমুখ।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের আরও সংগঠিত ও সজাগ থাকতে হবে।” এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT