তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে : ড.মোশাররফ হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার রাত ০৮:৫৮, ২৩ জানুয়ারী, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ বিএনপির মনোনীত (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, স্বপ্নকে ধারণ করে তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ধানের শীষে ভোট দেয়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নের জুরানপুর, মিনারদিয়া, ভাংতিরপার, দৌলতেরকান্দি, কালাইরকান্দি ও মোল্লাকান্দিতে দিনভর গণসংযোগকালে এইসব স্থানে সমবেত নানা শ্রেণি-পেশার জনগণের উদ্দেশ্যে এইসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, বিএনপি যখনই জনগণের ভোটে ক্ষমতাসীন হয়েছে,দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। আর ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৬ বছরে দেশের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। স্বাধীনতার পরে এই দলটির নেতারা চুরি-ডাকাতি করে দেশকে ধ্বংস এবং তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।
আমরা দেশের এই অবস্থার পরিবর্তন করতে চাই।তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অর্থনীতি ও আইন শৃঙ্খলাসহ দেশের সার্বিক উন্নয়নে বিএনপি ও ধানের শীষের কোনো বিকল্প নেই।
এইসব পথসভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, দেশ ও জনগণকে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে নিতে এই সময়ে জাতির অগ্রপথিক তারেক রহমান এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপির কোনো কোনো জুড়ি নেই। দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে তারেক রহমান নতুন ধারার রাজনীতি প্রবর্তন করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন।
ড.খন্দকার মারুফ দাউদকান্দি ও মেঘনার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাইফুল আলম ভুইয়া, এম এ লতিফ ভূইয়া, আহাম্মদ হোসেন তালুকদার, হেলাল ইসহাক, এম.এ সাত্তার, কামাল হোসেন, মামুন হোসেন ভুইয়া, মো.রোমান খন্দকার, রেহানউদ্দিন মুন্সি, মিজানুর রহমান, আওলাদ হোসেন ও রেজাউল করিম প্রমুখ।


