ঢাকা (রাত ৮:২৯) শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ড. মোশাররফের পক্ষে প্রচারণায় ইতালি থেকে দেশে ফিরলেন সাবেক তুখোড় ছাত্র নেতা আলাউদ্দিন হোসেন

রাজনীতি ২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শুক্রবার বিকেল ০৪:৪৫, ২৩ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ইতালি থেকে দেশে ছুটে এসেছেন আশির দশকের তুখোড় ছাত্র নেতা মোহাম্মদ আলাউদ্দিন হোসেন।

আলাউদ্দিন হোসেন আশির দশকে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জেলা ছাত্রদলের একজন সাবেক সদস্য এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। প্রবাসে অবস্থান করলেও দলের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন রাজনীতি করে আসছেন। তিনি ভালো বাসেন কুমিল্লা- ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনীতিকেও।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর পক্ষে মাঠপর্যায়ের প্রচারণায় অংশ নিতে দেশে ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক সভা ও গণসংযোগে অংশ নেন আলাউদ্দিন হোসেন। নিরন্তর ছুটে চলছেন মেঘনা উপজেলার প্রতিটি কর্মসূচিতেও।

 

এক সাক্ষাতকারে সাবেক এই তুখোড় ছাত্র নেতা আলাউদ্দিন হোসেন বলেন,

“আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় দেশের মানুষের সঙ্গে, দলের সঙ্গে। ড. খন্দকার মোশাররফ হোসেন একজন সৎ, দেশপ্রেমিক ও পরীক্ষিত নেতা। তিনি দাউদকান্দি–মেঘনার মানুষের উন্নয়নে আজীবন কাজ করেছেন। এমন একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে বিজয়ী করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র ও জাতীয়তাবাদের রাজনীতি আমাদের শিখিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া যেভাবে আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং তারেক রহমান যেভাবে বিএনপিকে সংগঠিত করছেন—এই ধারাবাহিকতা রক্ষার জন্যই আমি দেশে ফিরে এসেছি। এই নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরে আসবে।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, প্রবাস থেকে আলাউদ্দিন হোসেনের দেশে ফিরে সরাসরি প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT