ঢাকা (বিকাল ৩:৫৯) সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে আমেরিকা প্রবাসিকে প্রাণনাশের হুমকি দিয়ে সম্পত্তি দখলের অভিযোগ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সকাল ০৯:৪৪, ২৫ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে এক আমেরিকা প্রবাসিকে প্রাণনাশের হুমকি দিয়ে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার(২৪ ডিসেম্বর)দুপুরে এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মো. হারুন খলিল সরকার (৫০) নামে এক প্রবাসি।

বর্তমানে এ রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মো. হারুন খলিল সরকার দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি মাঝে মধ্যে দেশে এসে তার পৈতৃক সম্পত্তির দেখভাল করে থাকেন। তার মালিকানাধীন উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে।

এরই সূত্র ধরে গত মঙ্গলবার( ২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এএম পারভেজ ও আসমা আক্তারসহ ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার পৈতৃক সম্পত্তিতে প্রবেশ করে। এসময় তারা সীমানা প্রাচীর ও গেট ভাংচুর করে এবং জমিতে থাকা গাছপালা কেটে ফেলে। পরে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে নতুন করে গাছের চারা রোপণ করে হামলাকারীরা।

 

অভিযোগকারীর দাবি,এ ঘটনায় তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি ও স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি খুন করে লাশ গুম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ্য করা হয়।

 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT