বিএনপি মানেই ঐক্যবদ্ধ শক্তি: ড.মারুফ হোসেন
স্টাফ রিপোর্টার
শুক্রবার রাত ১১:৪৭, ৫ ডিসেম্বর, ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি মানেই ঐক্যবদ্ধ শক্তি। আর ঐক্যবদ্ধ শক্তির বিজয় সুনিশ্চিত।
এ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের ভেতরের বিভক্তি দূর করে একসাথে কাজ করাই সবচেয়ে জরুরি৷
শুক্রবার (০৫ ডিসেম্বর) রাত ৭ টা ৪০ মিনিটে ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন,কুমিল্লা- ১ তথা দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর এবং মেঘনা উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার হৃদয় থেকে অনুরোধ—
আসুন সব ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে আমরা নতুন করে ঐক্যের ভিত্তিতে সামনে এগিয়ে যাই। সামনে নির্বাচন, আর এ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের ভেতরের বিভক্তি দূর করে একসাথে কাজ করাই সবচেয়ে জরুরি।
ড.খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে আরো লিখেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,জনাব তারেক রহমান ও ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে চলুন আমরা সবাই আবার এক কাতারে দাঁড়াই এবং ধানের শীষকে বিজয়ের মুকুট পরিয়ে ঘরে ফেরার দৃঢ় প্রতিশ্রুতিই হোক আমাদের পথচলার শক্তি।


