ঢাকা (সন্ধ্যা ৭:৪১) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়কে হারাল ১–০ গোলে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার সকাল ০৭:০৬, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

চলমান ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় দারুণ সাফল্য অর্জন করেছে। আজ সোমবার জুরানপুর মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলায় তারা ১–০ গোলে পরাজিত করে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়কে।

চৌকস খেলায় দাউদকান্দির জয়

পুরো ম্যাচ জুড়ে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা উজ্জীবিত ও চৌকস ফুটবল প্রদর্শন করেন। আক্রমণ ও প্রতিরক্ষায় সমানতালে খেলে তারা ম্যাচের প্রথমার্ধেই একমাত্র গোলটি করতে সক্ষম হয়। সেই গোল ধরে রেখেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দাউদকান্দি আদর্শ পাইলট।

সভাপতি ও প্রধান শিক্ষকের অভিনন্দন

বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি আব্দুস সাত্তার এ বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীউদ্দিন আহম্মেদও ফুটবল দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের আগামীর প্রতিযোগিতায় আরও ভালো করার আহ্বান জানিয়েছেন।

আনন্দে মুখরিত বিদ্যালয়

জয়ের পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সবাই মনে করছেন, এ জয় ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা জোগাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT