ঢাকা (রাত ৮:৫১) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে বিভিন্ন মামলায় ধৃত ১১ আসামীকে আদালতে প্রেরণ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার রাত ০৮:৪৭, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের মিছিলকে কেন্দ্র করে দাউদকান্দি মডেল থানার এসআই (নি.) তানভীর আহমেদ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। মামলাটি দাউদকান্দি মডেল থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় রুজু হয়।

 

এজাহারনামীয় আসামীদের মধ্যে অর্থ যোগানদাতাসহ মোট ৭ জনকে গ্রেফতার করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া দাউদকান্দি মডেল থানায় দায়ের হওয়া আরেকটি মামলা (নং-০৯, তারিখ-২৮/০৮/২০২৪) এর এজাহারনামীয় আসামি মো. শফিউল্লাহ সরকার সাফি (৩৩)কে গ্রেফতার দেখানো হয়েছে। সে সুন্দলপুর ইউনিয়ের ধনগাজী এলাকার মৃত আব্দুল আউয়াল সরকারের পু্ত্র।

 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুনায়েত চৌধুরী জানান, দেশবিরোধী নৈরাজ ও সন্ত্রাসী ঠেকাতে পুলিশ তৎপর। বিভিন্ন এলাজায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত ১জন ও নাশকতায় জড়িত ৭জনসহ ১১ জন আমরা আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT