কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার রাত ০৮:৪১, ২ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
রবিবার (২ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সংগঠনবিরোধী এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে আগামী তিন (৩) দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। অন্যথায় কেন্দ্রীয় নির্বাহী কমিটি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এতে আরও জানানো হয়, যুবদল কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি শাহাবউদ্দিন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল একটি সংগঠিত রাজনৈতিক দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।


