ঢাকা (রাত ৩:৪৬) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মাতৃছায়া একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২২, ২৬ আগস্ট, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মাতৃছায়া একাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পৌরসভার ৫ নম্বর সাহাপাড়ায় অবস্থিত একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-২০২৪ কর্তৃক আয়োজিত এ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ৫১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জামালউদ্দীন মোল্লা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বায়েজিদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন ও রবীন্দ্র চন্দ্র দাস।

 

এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে এবং অভিভাবকদের সহযোগিতা অপরিহার্য।”

 

বিদ্যালয়ের অধ্যক্ষ বায়েজিদ সরকার বলেন, “শিক্ষার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এ বৃত্তি শিক্ষার্থীদের উৎসাহিত করবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT