ঢাকা (বিকাল ৩:৫৮) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লন্ডনে তারেক রহমান ও ড. মোশাররফের ফলপ্রসূ ও স্মরণীয় বৈঠক

বিএনপি ২১০৩ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২০, ২৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল—যা চিরদিন মনে রাখার মতো। আমি বাংলাদেশের কল্যাণে আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

 

এছাড়াও ড. মোশাররফ তনয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এই স্মরণীয় বৈঠক নিয়ে তার নিজস্ব ফেরিফায়েড ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তা পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো,”

 

আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

যা চিরকাল মনে রাখার মতো— জীবনের সেরা মুহূর্ত।”

 

 

উল্লেখ্য, বিএনপির এই শীর্ষ নেতা কুমিল্লা-১ ও কুমিল্লা-২ থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির টিকেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণার পর লন্ডনের এই সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এখন আলোচনায় চায়ের টেবিল গরম করছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT