দাউদকান্দিতে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার
বুধবার রাত ০৮:৫৪, ২০ আগস্ট, ২০২৫
দাউদকান্দি মডেল থানার আয়োজনে বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থানার সভাকক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ নানা সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে মতামত তুলে ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি এবং আগত অতিথিবৃন্দ।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তানভীর ফয়সাল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, পৌর জামায়াত ইসলামী আমীর আবুল কাশেম প্রধানিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভিপি শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন ধাানসিড়ির সভাপতি বোরহানউদ্দিন ভূঁইয়া, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামালউদ্দিন মোল্লা, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক মামুন আহম্মেদ, সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন,সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহম্মেদ, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, জামায়াত নেত কাউসার আলম, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, এনসিপি নেতা মাজহারুল ইসলাম হানিফ, পৌর যুববিভাগের সভাপতি রেজাউল হক সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মোতাব্বির হোসেন। সভায় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি হোসেন মিয়া, বোরহানউদ্দিন মিয়া প্রমুখ।

এছাড়াও এসআই হাবিবুর রহমান, এসআই সরোয়ার হোসেন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্রদল সমন্বয়ক সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


