ঢাকা (বিকাল ৫:৫৯) বুধবার, ১লা মে, ২০২৪ ইং

মাদারীপুরে উদ্বোধন হলো ৪দিন ব্যাপি আয়কর মেলা



মীর এম ইমরান, স্টাফ রিপোর্টারঃ ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা। বৃহস্পতিবার সকালে মাদারীপুর এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার নাজিম।

ঢাকা কর অঞ্চল-৭ এর উপ কর কমিশনার মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী।

এছাড়া অন্যান্যের মধ্যে মাদারীপুর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো: আখতারুজ্জামান, করদাতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মেলায় মোট ১২টি স্টল বসানো হয়েছে।

মেলায় থাকছে নতুন করদাতার জন্য ই-টিন রেজিষ্ট্রেশন, রিটার্ন ফরম জমা ও ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT