ভোলায় ২৪ জেলেসহ ট্রলারডুবি : নিখোঁজ ১৩, ১জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:৫১, ১০ নভেম্বর, ২০১৯
কামরুজ্জামান শাহীন,ভোলাঃঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে ভোলার মেঘনায় ২৪ জেলে সহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জনের লাশ ও ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৩ জেলে। কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ভোলার রাজাপুর সংলগ্ন মেঘনা নদীতে ২৪ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১০ জন বিভিন্নস্থানে সাঁতরিয়ে উঠতে পারলেও ১৪ জন নিখোঁজ ছিল। পরে সন্ধ্যা ৭টায় কোস্টগার্ডের ডুবুরি দল এক জেলের লাশ উদ্ধার করে।
খবর পেয়ে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থলে ছুটে যান। এ সময় উদ্ধার হওয়া ১০ জনকে ভোলা সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
ডুবে যাওয়া ট্রলারের মালিক ভোলার চরফ্যাশনের তোফায়েল মাঝি চাঁদপুরে মাছ বিক্রি শেষে ২১ জেলে ও ৩ জন মেহমানসহ ভোলার চরফ্যাশনের উদ্দেশে সকালে রওনা দেন। ঘটনাস্থলে এসে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীসহ পুলিশ সদস্যরা অভিযান চালাচ্ছে।