লোহাগড়ায় ”জিয়া মঞ্চ” বর্ধিতকরণ কাজের উদ্বোধন
ইকবাল হাসান সোমবার দুপুর ০২:০৭, ২ ডিসেম্বর, ২০২৪
নড়াইলের লোহাগড়ায় ”জিয়া মঞ্চ” বর্ধিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে ” জিয়া মঞ্চ” বর্ধিতকরণ কাজের উদ্বোধন করেন লোহাগড়া পৌর বিএনপি সভাপতি বিশিষ্ট সমাজসেবক বাববার নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ মিলু শরীফ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুন সমাজসেবক সাইফুল্লাহ মামুন।
সোমবার সকাল ৯টায় এ কাজের উদ্বোধন করা হয়। জিয়া মঞ্চ এর বর্ধিতকরন ও সংস্কার কাজের উদ্যোগ নিয়েছে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস,এ মাসুম হিসাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিনুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক ইসমত, বিএনপি নেতা আতাউর রহমান কাকুল, মোঃ ইমান আলী। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” এ নানা কর্মসূচী পালিত হবে। তাই মঞ্চটির সংস্কার কাজ দ্রত শুরু করা হয়েছে।