শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন ইঞ্জিনিয়ার অলিউল্লাহ ভূঁইয়া
হোসাইন মোহাম্মদ দিদার শনিবার দুপুর ০২:২২, ২৬ অক্টোবর, ২০২৪
ব্যাবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪ সম্মাননা পেয়েছেন গ্রীন ডাটা লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়া সায়েম।
শেরে বাংলা একে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংর্বধনা প্রদান কর্মসূচির আওতায়
শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে বিকাল ৫টায় শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে ব্যবসা বাণিজ্য শাখা ও সমাজসেবায় অবদান রাখায় ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়া সায়েমকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— প্রধান আলোচক অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান, সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মারগুব মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় মহাসচিব হুমায়ুন কবির বেপারী, সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন।
পুরস্কারপ্রাপ্তদের ক্যাটাগরি, সাংবাদিকতায়, উদ্যোক্ত, শিক্ষক , আইনজীবী, ব্যবসা বাণিজ্য, এনজিও সেক্টর ও সাংগঠনিক কর্মকাণ্ড, সহ মোট ২৫ জনকে, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে এছাড়াও দেশের মিডিয়া ও সাংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার অলিউল্লাহ ভূঁইয়া সায়েম দাউদকান্দি পৌরসভার দক্ষিণ গাজীপুর গ্রামের সমাজসেবক মরহুম রফিকুল ইসলাম ভূঁইয়ার চতুর্থ ছেলে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়াস অ্যাসোসিয়েশান অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বেসিস এর ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট সিস্টেম স্ট্যান্ডিং কমিটির সদস্য। এছাড়াও তিনি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে উচ্চ পদে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত কর্মরত আছেন।