দাউদকান্দিতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শনিবার সন্ধ্যা ০৬:০৭, ৬ জুলাই, ২০২৪
বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৬ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন— কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, পৌরসভার প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল সরকার, সাবেক যুব নেতা বিল্লালুর রশিদ দোলন, ভিপি সালাউদ্দিন রিপন ও আল-আমিন সরকার ।
আলোচনা সভা শেষে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়,এরপর একটি বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার।


