শিশুকে মায়ের কোলে ফিরে দিল পুলিশ
আসাদুজ্জামান খন্দকার বুধবার সকাল ১০:৪৮, ১২ জুলাই, ২০২৩
গৃহবধূ কনা বেগম (২০)। তার স্বামী চঞ্চল মিয়ার (২৫) সঙ্গে পারিবারিক কলহ হয়। এরই জেরে ৭ মাস বয়সীর শিশু নুর আমিনকে কেড়ে নিয়ে কনাকে বাড়ি থেকে বের করে দেয় চঞ্চল। এরপর শিশুটি ফিরে পেতে থানায় অভিযোগ করেন কনা। এরই পরিপ্রেক্ষিতে নুর আমিনকে উদ্ধার করে তার মা কনা বেগমের কোলে তুলে দেয় পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলি গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার পাচিয়ারপুর গ্রামের আবুল কালামের মেয়ে কনা খাতুনের সঙ্গে একই উপজেলার কাঠালতলি গ্রামের চঞ্চল মিয়ার বিয়ে হয়। দুই বছর ধরে এই দাম্পত্য জীবনের ধারাবাহিকতায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে সোমবার (১০ জুলাই) বিকেলে চঞ্চল মিয়া তার দুগ্ধজাত শিশু নুর আমিনকে কেড়ে নিয়ে কনা বেগমকে বাড়ি থেকে বের করে দেন।
এ তথ্য নিশ্চিত করে সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, ভুক্তভোগি কনা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে শিশু নুর আমিনকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী বিধি মোতাবেক শিশুকে কনা বেগমের জিম্মায় প্রদান করা হয়।