ঢাকা (রাত ১১:৩৬) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নদীর পানিতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ : প্রায় ৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু

আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা Clock শনিবার দুপুর ০২:০১, ৩ জুন, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী  ইউনিয়নের পলুপাড়া করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র জুননুন (১০) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবারুদল। উদ্ধার হওয়া স্কুল ছাত্র জুননুন কাটাবাড়ী ইউনিয়নের বাগদা মিশন রোডের জহুরুল ইসলাম ব্যাপারীর ছেলে।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শীরা জানায়, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া করতোয়া নদীতে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তীব্র দাহ থেকে প্রশান্তি পেতে স্কুল ছাত্র জুননুন সহ ৪সহপাঠী নদীতে গোসল করতে করতে নামলে বালু দস্যূদের নদীর সৃষ্ট গর্তের চোরাবালিতে ডুবে জুননুন নিখোঁজ হয়। এর তার সহপাঠীরা চিৎকার করলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস ষ্টেশন থেকে কেউ না আসায় এলাকার লোকজন ঘোড়াঘাট ফায়ারসার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের টিম এসে  দুপুর ১টা ৩৫ মিনিটে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার এমদাদুল হকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে,এবং  রংপুরের ডুবারুদলকে খবর দেয়। এ খবর পেয়ে রংপুর থেকে ফায়ারসার্ভিসের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম বিকাল ৩টা ১৫ মিনিটে এসে এক ডুবেই স্কুল ছাত্র জজুনুন এর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী ও কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান গোলাপ।তবে এঘটনায় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে বার বার খবর দেয়ার পরও না এসে ঘোড়াঘাট স্টেশন থেকে কাছে হবে এভাবে দায় এড়িয়ে যাওয়ায় গোবিন্দগঞ্জ স্টেশনের কর্তব্যরত স্টেশন অফিসারের কর্তব্য অবহেলার অভিযোগ তুলেন এলাকাবাসী।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT