রংপুরে বিএনপির গনসমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা গেল ট্রেনে
আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি শনিবার সকাল ০৯:৪১, ২৯ অক্টোবর, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার নেতাকর্মীদের যাওয়ার একটিমাত্র বাহন হচ্ছে রেলওয়ে ট্রেন।কারন আজ শুক্রবার সকাল থেকে রংপুর গামী কোন বাস ট্রাক চলাচল করেনি।যার জন্য জীবনের মায়া ত্যাগ করে রংপুর এক্সপ্রেস ট্রেনে রংপুরে গনসমাবেশে সাঘাটা তথা পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার শতশত নেতাকর্মী রংপুরের উদ্দেশ্যে চলে গেছেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও স্টেশনে মোতায়েন ছিল। কোন বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সজাগ ছিল পুলিশ বাহিনী। সাঘাটা উপজেলার বিএনপির দায়িত্বশীল বর্তমান সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ বলেন সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শতশত নেতাকর্মী রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিশেষ করে সাঘাটা -ফুলছড়ি বিএনপির সমন্বয়কারী ফারুক আলম সরকার নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। বোনারপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন,ঢাকা থেকে রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেন একটু বিলম্বে এসেছে, তবে এখান যথাসময়ে ছেড়ে দেয়া হয়েছে। বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান ,আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সবসময় সজাগ ছিল।