ঢাকা (রাত ৪:৩৭) সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নতুন ৭ মৃত্যু নিয়ে এ বছর ডেঙ্গুতে প্রাণহানি ১০০ ছাড়াল

বাংলাদেশ সংবাদ Source তথ্যসূত্রঃ https://www.prothomalo.com/bangladesh/993t1ubzcl ২১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:১৪, ১৯ অক্টোবর, ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে এ বছর ডেঙ্গুতে ১০৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল ৯০০ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যা এ বছর এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার রেকর্ড।আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৬৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ২৯৯ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৮০২ জনে।

চলতি বছর দেশে আক্রান্তের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। প্রতিদিনই মৃত্যুর সংবাদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT