চাঁপাইনবাবগঞ্জ স্কুল পর্যায়ে শিশুদের করোনা টিকা দান কার্যক্রম শুরু
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রবিবার রাত ০৮:৪০, ১৬ অক্টোবর, ২০২২
স্কুল পর্যায়ে ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে রোববার সকাল ৯ টায় জেলা শহরের কালেক্টরেট গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে সিভিল সার্জন অফিসের সহযোগীতায় এক আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।
এ সময় সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।
বক্তারা বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অনেকের প্রাণহানি হয়েছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিকল্পনায় এদেশে মৃত্যুহার কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হয়েছে। এখন তা শূন্যের কোঠায় পৌঁছিয়েছে। আর তাই দেশের জেলা-উপজেলা পর্যায়ে গত ১১ অক্টোবর থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে আগামী ১২ দিন পর্যন্ত। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায় থেকে এই রোগ প্রতিরোধে শিশুদের জন্য উপযুক্ত ভ্যাকসিন বা টিকা প্রদাণে সরকার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নে সফল হয়েছেন। এজন্য জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা দান কর্মসূচীকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। জেলার ১২২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ৮২ হাজার ৩ শত ৩২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ হাজার ১ শত ৬০ জন শিক্ষার্থীর মাঝে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। আর ইতোমধ্যে ৩২ হাজার শিক্ষার্থীর মাঝে টিকা দেয়া হয়েছে বলে আলোচনা সভায় জানানো হয়।
কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসা. নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল ইসলাম খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভ্যাক্সিনেশন সূচকে বাংলাদেশ বিশ্বে ১২১টি দেশের মধ্যে ৫ম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান করছে।